শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শেরপুরে স্কুলছাত্রীর অশ্লীল ছবি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তরুণ গ্রেফতার

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২২:২৩

বগুড়ার শেরপুরে এক স্কুলছাত্রীর অশ্লীল ছবি ও ভিডিও চিত্র ধারণের পর তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে শেরপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ওই স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেফতার হওয়া তরুণের নাম মো. মিনহাজ ইসলাম (১৯)। সে উপজেলার শাহবন্দেহী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের রফিকুল ইসলাম ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে মিনহাজের প্রেমের সম্পর্ক হয়। বিয়ের প্রলোভনে কৌশলে অশ্লীল ছবি ও ভিডিও চিত্র মোবাইল ফোনের মাধ্যমে ধারণ করে। পরে ভয় দেখিয়ে তিন লাখ টাকা দাবি করা হয়। ঘটনাটি পরিবারকে জানালো আরও ক্ষিপ্ত হয় মিনহাজ। এজাহারে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। 

এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, আটক তরুণের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা নেওয়া হয়েছে। গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এসি