বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুমেক হাসপাতালে করোনা উপসর্গে চারজনের মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৭:৫৫

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। 

বুধবার (১২ আগস্ট) কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান। 

আরও পড়ুন: ডোমারে পুকুর থেকে সাত মাসের শিশু ও মায়ের লাশ উদ্ধার 

কুমেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন-কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানু রঞ্জন দে (৬০), চান্দিনা উপজেলার আয়েশা বেগম (৫০), নাঙ্গলকোট উপজেলার নূর আহম্মেদ (৬৫) ও বুড়িচং উপজেলার রমিজ মিয়া (৪৫)। 

এ নিয়ে এই হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩৩৫ জন মারা গেছেন বলেও তিনি জানিয়েছেন। 

ইত্তেফাক/এএএম