বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আড়াইহাজারে চোর সন্দেহে যুবককে নির্যাতন করল ছাত্রলীগ নেতা

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৪:৩৮

আড়াইহাজারের দক্ষিণ পাড়ায় ব্যাটারি চোর সন্দেহে বাছেদ (৩১) নামে এক যুবককে পিটিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে  ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম  এবং তার সহযোগীদের বিরুদ্ধে। আহত বাছেদ উপজেলার  দক্ষিণ পাড়া গ্রামের ইয়ানুছ মুন্সির ছেলে।

আহত বাছেদের স্বজন ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের সাবেক জি এস সাইফুল ইসলাম ওই গ্রামের অজিত এর ছেলে  অপুকে দিয়ে বাছেদকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সাইফুলের মামা একই গ্রামের  জহিরুলের বাড়িতে । অভিযুক্ত সকলের বাড়ি দক্ষিণ পাড়া গ্রামে। ওই বাড়িতে নিয়ে রিকশা ব্যাটারি চোর সন্দেহে বাছেদকে রশি দিয়ে বেধে জরিমানা বাবদ ৪ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা জানালে সাইফুল, অপু, আরিফ এবং কামরুল তাকে লোহার রড  দিয়ে মেরে তার  উপর অমানুষিক নির্যাতন চালায়। এমনকি তারা বাছেদের আঙ্গুল প্লাস দিয়ে চেপে ধরে জখম করে। তাদের অমানুষিক নির্যাতনে বাছেদের দেহের বিভিন্ন অংশ ফুলে  যায়। পরে এলাকার লোকজনের সহায়তায় স্বজনরা বাছেদকে উদ্ধার করে বৃহস্পতিবার রাতে  আড়াইহাজার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। আহত বাছেদ নির্মাণ শ্রমিকের কাজ করে বলে জানা গেছে।

পুলিশ জানায়, এ ব্যাপারে বাছেদ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে  ৪ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আড়াইহাজার থানার উপপরিদর্শক( এস আই) সালেহ আহমেদ জানান, অভিযুক্তদের গ্রেফতারের  চেষ্টা চলছে। 

আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

ইত্তেফাক/এমআরএম