শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শেরপুরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৯:৪৭

বগুড়ার শেরপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া নামাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলো- ওই গ্রামের আব্দুল করিমের মেয়ে মোছা. কারিমা খাতুন (৬) ও প্রতিবেশি আব্দুর রাজ্জাকের মেয়ে মোছা. দিথি খাতুন (৭)। 

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, করতোয়া নদী সংলগ্ন তাদের বসতবাড়ির চারপাশেই বন্যার পানি থইথই করছে। বিকেলের দিকে ওই দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে তারা বন্যার পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে শিশু দু’টির লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: নাগেশ্বরীতে বাড়ি ফেরার পথে দুই কিশোরী ধর্ষণের শিকার

শেরপুর থানার অফিসার ইনচার্জমো. মিজানুর রহমান জানান, স্থানীয় লোকজন শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ইত্তেফাক/এসি