শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মাদারগঞ্জে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন প্রসূতি

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২১:১৬

জেলার মাদরগঞ্জ উপজেলায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি। মঙ্গলবার জামালপুরের জিয়া হেলথ কমপ্লেক্সে আনোয়ারা (৩৫) নামে এক নারী সন্তানগুলোর জন্ম দেন। নবজাতকগুলোর মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। ওই দম্পতির ঘরে আরও দুটি কন্যা সন্তান আছে।

আনোয়ারা মাদারগঞ্জ  উপজেলার গুনারীতলা ইউনিয়নে শিংদহ গ্রামে বেলালের স্ত্রী। 

জিয়া হেলথ ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক সাজদা-ই-জান্নাত জানান, মঙ্গলবার সকালে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন আনোয়ারা বেগম। ওই প্রসূতির আলট্রাসনোগ্রাফি রির্পোটে ছিল দুটি বাচ্চা। কিন্তু সকাল ৯টার দিকে প্রথম বাচ্চাটি স্বাভাবিক প্রসব করানো হয়। পরে সিজারিয়ানের মাধ্যমে পরপর তিনটি বাচ্চা বের করা হয়। সকল নবজাতক সুস্থ রয়েছে। 

আরও পড়ুন: পলাতক অবস্থায় মারা গেলেন রাজাকার আব্দুল জব্বার

আনোয়ারা বেগমের স্বামী বিল্লাল হোসেন জানান, নবজাতক চারজনের মধ্যে দুই ছেলের নাম রেখেছেন হাসান ও হোসাইন এবং দুই কন্যার নাম রাখা হয়েছে আমেনা ও ফাতেমা।  

একসঙ্গে জার সন্তান জন্ম দেওয়ার ঘটনাটি মাদারগঞ্জ উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ইত্তেফাক এসি