শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নড়াইলের জামাই বাবু প্রণব মুখার্জির স্মরণে নড়াইলে স্মরণসভা অনুষ্ঠিত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩০

নড়াইলের জামাই বাবু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে নড়াইলে রাষ্ট্রীয় শোক কর্মসূচি পালনের পাশাপাশি শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় কর্মসূচির বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ সদর উপজেলার তুলারাম ইউনিয়নে প্রতিষ্ঠিত শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের আয়োজনে প্রণব পত্মী শুভ্রা মুখার্জির মামা বাড়ির রাধা গোবিন্দ মন্দির চত্বরে প্রণব মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক বইতে স্বাক্ষর, সংক্ষিপ্ত স্মরণসভা ও আত্মার শান্তি কামনা করে প্রার্থনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: রোজ তাড়ি খেলে ক্যান্সারসহ ১৫ রোগ পালাবে: ভারতীয় মন্ত্রী

স্মরণসভায় বক্তব্য রাখেন-নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী  কর্মকর্তা সালমা সেলিম, তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. বুলবুল ইসলাম, শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের পরিচালক অয়ন কুমার ঘোষ, প্রণবপত্মী শুভ্রা মুখার্জির মামাতো ভাই কার্তিক ঘোষ ও বিশ্বনাথ ঘোষ প্রমুখ।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএএম