শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মহেশপুরে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ১১

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:০০

মহেশপুরের যাদবপুর সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১১জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। রবিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো- উপজেলার আজিবাড়ী নওদা গ্রামের বাদশা মিয়ার বাড়ি থেকে গোপালগঞ্জ জেলার মোকসুদপুর থানার মহাতালি গ্রামের মৃত রনজিৎ বিশ্বাসের ছেলে শ্রী রথিন বিশ্বাস(৩৫), প্রমথ রঞ্জন বালার ছেলে কল্যান বালা(৩২),শিতলবাটি গ্রামের মৃত আ. সাত্তার মোল্লার ছেলে জহুরুল মোল্লা(৩২), জহুরুল মোল্লার স্ত্রী মুসলিমা বেগম(২৮) ও তার  শিশু পুত্র আরব মোল্লা(৩), মৃত সামাদ শেখের ছেলে জাকার শেখ(৩৫), জামরেলডাঙ্গা গ্রামের নুর ইসলাম শেখের ছেলে এনামুল শেখ(২৭), জুয়েল শেখের ছেলে সাথি খাতুন(১৯), গংগারামপুর পেড়লী গ্রামের ইমরান শেখের ছেলে জুয়েল শেখ(২২), রাসেল শেখের স্ত্রী হাসনা খাতুন(২৭) এবং পারাপারে সহায়তাকারী দালাল আজিবাড়ী নওদা গ্রামের মৃত ফজলু মন্ডলের ছেলে বাদশা মিয়া(৪০)। 

আরও পড়ুন: স্বরূপকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

ঘটনার সত্যতার নিশ্চিত করে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। সোমবার সকালে আসামিদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এএএম