শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বেনাপোল দিয়ে উপহারের প্রথম ইলিশের চালান গেল ভারতে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৫

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকারের দেয়া শুভেচ্ছা উপহার স্বরূপ ১৪৫০ মেট্রিক টন ইলিশের প্রথম চালান বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে  প্রবেশ করেছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টারয় কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের ট্রাক দুটি প্রবেশ করেছে বলে জানান বেনাপোল কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা শামীম হোসেন। 

সংশ্লিষ্ট সূত্র এই খবর জানিয়ে বলেছে, ভারতের কেন্দ্রীয় সরকারের জন্য এই শুভেচ্ছা উপহার। 

উল্লেখ্য, ২০১২ সালে বাংলাদেশ থেকে  ভারতে ইলিশ মাছ রফতানির ওপর  নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এরপর বাংলাদেশ সরকার  একাধিকবার ভারত সরকারকে শুভেচ্ছা উপহার স্বরূপ  ইলিশ মাছ দিয়েছে। গত বছর এই সময় দেওয়া হয়েছিল ৫০০ মেট্রিক টন।

ইত্তেফাক/এমআর