শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আড়াইহাজারে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৫

আড়াইহাজার উপজেলার পাঁচগাও এলাকার কর্মকার পাড়া মোড়ে ৫ শতাধিক অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. সোহাগ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

এ সময় দুপ্তারা ইউনিয়নের পাচঁগাও কর্মকার পাড়ায়  পাঁচশত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।  এছাড়া অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ ও গ্যাস লাইনের রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।  

আরো পড়ুন : দীঘিনালায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন জানান, উপজেলায় নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চলবে। তিতাস গ্যাস এর সহায়তার পুরো আড়াইহাজার উপজেলায় অবৈধ সংযোগসমূহকে ১৪টি স্পটে বিভক্ত করা হয়েছে। আগামী দিনগুলোতে এই ১৪টি স্পটে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।  অভিযান পরিচালনাকালে সোনারগাঁও জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক  মো. মেজবাউর রহমান উপস্থিত ছিলেন।  


ইত্তেফাক/ইউবি