বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুমিল্লায় ৫৮৫ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেফতার ২

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৬

কুমিল্লায় ৫৮৫ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকালে র‌্যাবের একটি দল জেলার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় এ অভিযান চালায়। 

গ্রেফতারকৃতরা হচ্ছে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে আরিফ হোসেন (২৫) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কলমা গ্রামের বাচ্চু বেপারীর ছেলে ফয়সাল বেপারী (২৪)।  

র‌্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব সাংবাদিকদের জানান, ফেনসিডিলের একটি বড় চালান যাচ্ছে এমন খবরের ভিত্তিতে আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫৮৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয় এবং আরিফ হোসেন ও ফয়সাল বেপারী নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 

আরো পড়ুন : আড়াইহাজারে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে- তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল ও বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।  

ইত্তেফাক/ইউবি