শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কালাই পৌরসভায় মেয়র পদে তিনজনের মনোনয়ন দাখিল

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৮

আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র পদে উপনির্বাচন। ঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিন কালাই সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র হিসেবে তিনজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

মেয়র পদে যারা মনোনয়নপত্র জমা দিলেন তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, বিএনপির মনোনীত প্রার্থী আনিছুর রহমান তালুকদার এবং স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ রাহুল। 

মনোনয়ন জমা দিচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী আনিছুর রহমান তালুকদার।

জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম বলেন, কালাই পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে পাঁচটি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। তাদের মধ্যে মঙ্গলবার ৫টা পর্যন্ত তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সময় শেষ হওয়ায় যারা মনোনয়পত্র জমা দেননি তাদের আর সুযোগ নেই। বাছাই আগামী ১৬ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২৩ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ হবে আগামী ১০ অক্টোবর। সবকটি ওয়ার্ডে এবার ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে।

ইত্তেফাক/এসি