শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বেনাপোলে পেঁয়াজসহ প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:০১

যশোরের বেনাপোল বাজারে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করায় ৩ অসাধু ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল।

বাজারে সকল পণ্যের মূল্য বেশি রাখার সময় মেসার্স মিম বাণিজ্য ভাণ্ডারের মালিক শুকুর আলীকে ১০ হাজার টাকা, মেসার্স মেহেরাব স্টোরের মালিক সুরুজ মিয়া ১৫ হাজার টাকা ও মেসার্স সবুর বাণিজ্য ভাণ্ডারের মালিক সবুর খাঁনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: আশ্বাসের পরও হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসেনি

এ সময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল জানান, সকল অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এএএম