শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফরিদগঞ্জে ইউপি মেম্বারের পিটুনিতে গৃহবধূ আহত, থানায় অভিযোগ দায়ের

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০০:২১

পরকিয়ার অভিযোগে এক গৃহবধূকে প্রকাশ্যে পিটিয়ে আহত করেছে এক ইউপি সদস্য। উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের চরদু:খিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।  

চরদু:খিয়া গ্রামের তপাদার বাড়ীর দুবাই প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী মরিয়ম বেগম (৩২) রোববার রাতে বসত ঘরের সামনে রাস্তায় দাড়িয়ে একই এলাকার দুই যুবকের সাথে কথা বলছিল। পাশ দিয়ে যাওয়া ইউপি সদস্য মো: শরীফ বিষয়টি দেখতে পেয়ে মরিয়ম বেগম ও আল আমিন নামের এক যুবককে পিটুনি দেয়। মেম্বারের নিজস্ব লোকজন এসেও মারতে শুরু করলে এক পর্যায় অজ্ঞান হয়ে পড়লে মরিয়মকে রাস্তার উপর ফেলে মেম্বার তার লোকজন নিয়ে চলে যায়। পরে থানা পুলিশ মরিয়মকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মরিয়মের বোন শেফালী ইউপি সদস্যকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মো: শরীফ জানান, মহিলার স্বভাব ভাল নয়। তাছাড়া সে আমার নিকটাত্মীয় বিধায় তাকে শাসন করেছি। 

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান হাসান আ: হাই জানান, আমি ঘটনা কথা শুনেই ঘটনাস্থলে গিয়েছি। তবে ঘটনাটি দু:খজনক বলে জানান তিনি। 


ইত্তেফাক/এমএএম