বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভূরুঙ্গামারীতে আবারও বন্যা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৫

ভূরুঙ্গামারীতে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দুধকুমার ও ফুলকুমার নদের পানি বৃদ্ধি বেড়ে তীরবর্তী এলাকার প্রায় ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে এই গ্রামগুলোর কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যায় তলিয়ে গেছে রোপা আমন ধান ও সবজি ক্ষেত। ভেসে গেছে পুকুরের মাছ। এছাড়া বর্ষণে ভেঙে গেছে রাস্তাঘাট। 

প্রকল্প বাস্তবায়ন অফিস ও ইউপি চেয়ারম্যান জানান, শিলখূড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা, দক্ষিণ ধলডাঙ্গা, কাজিয়ার চর, চর উত্তর তিলাই, ছাট গোপালপুর ও নামা চর, তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই, খোঁচাবাড়ি, দক্ষিণ ছাট গোপালপুর, শালমারা, সদর ইউনিয়নের নলেয়া, চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর,পাইকের ছড়ার পাইকডাঙ্গা, সোনাহাটের ভরতের ছড়া, আন্ধারীঝাড়ের চর বাড়ুইটারি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। পানিবন্দি এসকল এলাকার লোকজন চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন, বিপাকে পড়েছেন গবাদি পশু নিয়ে। 

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম জানান, এ সংক্রান্ত প্রতিবেদন জেলা প্রশাসক বরাবরে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এসি