শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাতকানিয়ায় চার লাখ ঘনফুট বালু জব্দের পর নিলামে বিক্রি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:০২

চট্টগ্রামের সাতকানিয়ার পাহাড়ি এলাকায় দীর্ঘদিন খালে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালু ব্যবসা বন্ধে অভিযান চালিয়েছে সাতকানিয়া ও লোহাগাড়ার দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট। যৌথ এ অভিযানে ছাফুরা খালের ৯টি স্পট থেকে অবৈধভাবে তোলা চার লাখ ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে ওই বালু নিলামের মাধ্যমে ৯ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করা হয়।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম ও লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আল বশিরুল বলেন, অভিযান টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি। বালুগুলো জব্দ করার পর উপস্থিত স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে ৯ জন অংশগ্রহণ করেন। সর্বোচ্চ দর দিয়ে নিলাম নেন লোহাগাড়া দক্ষিণ পদুয়ার বাসীন্দা মো. মিজানুর রহমান মানিক। অবৈধ বালু তোলা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এসি