শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিশু সন্তান ফেরত চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৫

সিরাজগঞ্জের তাড়াশে ছামিউল হক নামে ৪ বছর বয়সী এক শিশু সন্তানকে ফেরত পেতে রবিবার সকালে পাবলিক লাইব্রেরি হলরুমে সংবাদ সম্মেলন করেছেন ঐ সন্তানের মা আছিয়া পারভিন ছনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১২ সালে তাড়াশ পৌর এলাকার আসান বাড়ি গ্রামের শরিফুল ইসলামের ছেলে সোহেল রানা সোহাগের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকসহ নানা উপঢৌকন দাবি করেন। মেয়ের সুখের কথা চিন্তা করে বাবা-মা সেসব পূরণও করেছেন। তবুও তার প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন চলতেই থাকে। শেষ পর্যন্ত ২০১৮ সালে তার স্বামী গোপনে দ্বিতীয় বিয়ে করেন ও তাকে তালাক দেন। সর্বপরি তার একমাত্র শিশু সন্তান ছামিউল হককে জোরপূর্বক আটকে রাখেন।

আরও বলেন, এক অসহায় মা সন্তানকে ফেরত পেতে সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন। তিনি আশা করেন, মা ফিরে পাবেন তার শিশু সন্তানকে। আর অবুজ শিশু পাবে মায়ের স্নেহ ও ভালবাসা।

এদিকে শিশু ছমিউল হকের বাবা বলেন, ছামিউল হকের মা একজন পোশাক শ্রমিক। সে সন্তান দিয়ে কি করবেন! আর যদি ফেরত নিতেই হয়, তবে আদালতের মাধ্যমে নিতে হবে।

ইত্তেফাক/এমআরএম