মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শ্যামনগরে ভয়াবহ নদী ভাঙন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৭

ঘূর্ণিঝড় আম্ফানের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই উপজেলার নদী বেষ্টিত দ্বীপ ইউনিয়ন গাবুরায় ফের ভয়াবহ নদী ভাঙন শুরু হায়েছে। রবিবার ভোর ৪টার দিকে ইউনিয়নের গাবুরায় সরকারি দৃষ্টিনন্দন প্রকল্প সংলগ্ন ট্রলার ঘাটটি খোলপেটুয়া নদীতে বিলীন হয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, নদীর প্রবল স্রোতে ক্রমেই বাড়ছে ভাঙনের মাত্রা। 

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, রবিবার ভোরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের তিশ শতাধিক ফুট খোলপেটুয়া নদীতে খাড়াভাবে ধসে পড়ে। ওই স্থানে নির্মিত ট্রলার ঘাটটি নদীতে বিলীন হয়ে যায়। নদীতে প্রবল স্রোতে দ্রুত ভাঙন বৃদ্ধি পাচ্ছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে গাবুরায় একমাত্র সুপেয় পানি সরবারহ ব্যবস্থা সরকারের দৃষ্টিনন্দন প্রকল্পটি নোনা পানিতে তলিয়ে যাবে। 

শ্যামনগর উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) রাশিদুর রহমান বলেন, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

ইত্তেফাক/এসি