বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকে আগুন, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৪:১২

দক্ষিণ ও উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুর উপর হঠাৎ করে রড বোঝাই একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে সেতুর পূর্ব ও পশ্চিম টোলপ্লাজায় টোল আদায় দেড় ঘণ্টা বন্ধ ছিল। শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুর ৩৭ নং পিলারের নিকট উত্তরবঙ্গগামী রড বোঝাই একটি ট্রাকে হঠাৎ আগুন ধরে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে ট্রাক চালক ও হেলপার নেমে যাওয়ায় প্রাণহানী ঘটেনি। 

আরো পড়ুন : ঢাকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে রংপুর রাইডার্স

তিনি আরো জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে সেতু দিয়ে প্রায় দেড় ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। আগুন লাগা ট্রাকটি সরিয়ে নেয়ার দুপুর ১টার পর সেতু দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।

 

ইত্তেফাক/ইউবি