শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২০:২০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 

এ সময় সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, ইউএনও মৌসুমী আফরিদা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মমতাজ বেগম মীরা, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন, এসআই দীপঙ্কর রায়, মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও সংশ্লিষ্ট প্রকৌশলী অলোক কুমার কুণ্ডু উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: টিউমার কাটতে গিয়ে শিশুর কিডনি কেটে ফেলেছেন চিকিৎসক!

এ ছাড়াও স্কুলের শিক্ষক কর্মচারী, অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, ৩৮ মিটার দৈর্ঘ্য ও ১৫ মিটার প্রস্থের এ ভবন নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৬ লক্ষ ৩১ হাজার টাকা। এবং এর নির্মাণ সময়সীমা ৫৪৫ দিন মর্মে সংশ্লিষ্ট প্রকৌশলী জানান।

ইত্তেফাক/এএএম