বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাতক্ষীরায় করোনা উপসর্গে ২ জনের মৃত্যু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০০:৩৭

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে ইসহাক আলী (৭০) ও আকের আলী (৬৭) নামের দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে সোমবার পর্যন্ত মারা গেছেন অন্তত ১০৪ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩১ জন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে তালার ইসহাক আলী রোববার (২০ সেপ্টেম্বর) সকালে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তির পর রাতে তিনি মারা যান।

এদিকে, জ্বর ও শ্বাস কষ্টসহ হার্টের সমস্যা নিয়ে গত ১৮ সেপ্টেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন সদর উপজেলার কামানবায়সা হঠাৎগঞ্জ গ্রামের আকের আলী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনিও মারা যান।

তিনি আরো জানান, মৃত দুই ব্যক্তিরই নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিদের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া লকডাউন করা হয়েছে তাদের বাড়ি।

ইত্তেফাক/এমআর