শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বঙ্গবন্ধুর হাতে গড়া ফরিদপুর চিনিকল রক্ষায় আলোচনা সভা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:০২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল রক্ষার্থে ও চিনি শিল্পের সার্বিক অবস্থা সম্পর্কে শ্রমজীবী ইউনিয়নের কার্যালয়ে স্থানীয় রাজনৈতিক সামাজিক ও জনপ্রতিনিধিদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় ফচিক শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ্ মো. হারুন অর রশীদের সভাপতিত্বে চিনি শিল্পের সার্বিক অবস্থা জানিয়ে বক্তব্য রাখেন-শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম আবুল, ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় নেতা মনোজ সাহা,  ফরিদপুর জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, সুরাইয়া সালাম, দেব প্রসাদ রায়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখচাষী মো. ওহিদুজ্জামান বাবলু মিয়া, শ্রমিক নেতা সুভাষ রায়, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক শাহ্ কুতুবুজ্জামান, সাবেক সভাপতি হাজি আব্দুল মালেক সিকদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, জাতীয় পার্টির সভাপতি আলী আহম্মেদ ও উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ্ মো. গোলাম মোস্তফা বাকী প্রমুখ। 

আরও পড়ুন: করোনা ভাইরাস : আরো ২৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৪০

বক্তরা ফরিদপুর চিনিকলসহ দেশের সচল ১৫টি চিনিকল যেন বন্ধ না হয়, চিনি শিল্প প্রতিষ্ঠান রক্ষার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার অভিব্যক্তি ব্যক্ত করেন।চিনি শিল্পকে বহুমুখী করণ করে সরকারের অন্যতম রাজস্ব আদায়ের মাধ্যম হিসেবে গড়ে তোলার দাবি জানান। 

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিথ ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, পৌর কাউন্সিলর মির্জা আব্বাস হোসেন, শ্রমিক নেতা মো. মনিরুল ইসলাম ও আব্দুল বারিক বিশ্বাস প্রমুখ। 

ইতেফাক/এএএম