বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জয়পুরহাট বড়াইল ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৫

নানা অনিয়নের অভিযোগে জেলার ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রাশেদ আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরীর ২২ সেপ্টেম্বর স্বাক্ষরিত বরখাস্ত পত্রে দেখা যায়, ওয়ার্ড কমিটির নিকট থেকে তালিকা না নেওয়া, শুধুমাত্র ভোটার আইডি দেখে উপকারভোগীদের তালিকা তৈরি করা এবং উপজেলা কমিটির যাচাই বাছাই না করে ১০ টি নাম কেটে নতুন নাম ঢোকানো নিয়ম বহির্ভূত ভাবে পৌর এলাকার বাসিন্দা হওয়া সত্বেও দুই জন মহিলার  নাম অর্ন্তভূক্ত করে ভিজিডি’র  চাল দেওয়া, ভিজিডি কার্ডে নাম কাটাকাটি ও ফ্লুইড ব্যবহার করার  অভিযোগ তদন্তে প্রমাণিত  হওয়ায়  ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রাশেদ আলমগীরকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন  ও সমবায় মন্ত্রণালয়। অনিয়মের বিষয় গুলোকে  ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থ পরিপন্থি কাজ হিসাবে উল্লেখ করে স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন , ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রাশেদ আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হলো মর্মে আদেশ পত্রে বলা হয়েছে। একই সঙ্গে কেন স্থায়ী বরখাস্ত করা হবে না এ জন্য ১০ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটীশও প্রদান করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম