শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাতিয়ায় ট্রলারডুবি : ২ জেলের মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৯

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মধ্যে স্রোতের টানে উল্টে গিয়ে মাছধরা ট্রলারডুবির ঘটনায় দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রলারে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

মারা যাওয়া দুই জেলে হলেন- চরকিং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের মো. রহমতের ছেলে মো. ইনসাফ (১৬) ও চরঈশ্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. ফারুখের ছেলে রাজিব (১২)।

আরো পড়ুন : মঠবাড়িয়ায় বিদ্যুতের ছেঁড়া তারে চাচার পর প্রাণ গেলো ভাতিজারও

প্রতিদিনের ন্যায় চরঈশ্বর বাংলাবাজার ঘাটের হাশেম মাঝির ট্রলারটি মাছ ধারার জন্য নদীতে যায়। বৃহস্পতিবার রাতে নদীতে হঠাৎ দমকা হাওয়া দেখা দিলে ট্রলারটি উল্টে যায়। এ সময় ট্রলারে থাকা ৮ মাঝি মাল্লা সাঁতরিয়ে অন্য ট্রলারে উঠতে সক্ষম হলেও দুইজন নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে শুক্রবার সকালে নদীতে ভাসমান অবস্থায় দুইজনের লাশ উদ্ধার করে জেলেরা। 

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 


ইত্তেফাক/ইউবি