শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বগুড়ায় যমুনার পানি বিপদসীমার ওপরে বন্যার আশঙ্কা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৪

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ায় যমুনা নদীর পানি বেড়েই চলেছে। বগুড়া জেলার সারিয়াকান্দি পয়েন্টে ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৮ সেন্টিমিটার। শনিবার সকাল ৬টার দিকে বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। শুক্রবার যমুনা নদীতে পানি ছিল বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপরে।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, যমুনা নদীতে বিপদসীমা ধরা হয় ১৬ দশমিক ৭০ মিটার। শুক্রবার সকালে পানি বেড়ে বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, এবারের বর্ষায় যমুনা ও বাঙ্গালি নদীর পানি বেড়ে উপজেলায় দুই দফা বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। গত আগস্ট মাসে যমুনার পানি বিপদসীমা ১২৮ সেন্টিমিটার স্পর্শ করার পর পানি কমতে থাকলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়। তবে দুর্গত অনেক পরিবার এখনো ঘরে ফিরতে পারেনি। এর মধ্যেই কয়েক দিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। এতে চরাঞ্চলে ৬০০ পরিবার অস্থায়ী আশ্রয়কেন্দ্রে উঠেছে। প্লাবিত হয়েছে মাষকলাই, গাইঞ্জা ধানসহ কয়েক’শ হেক্টর ফসলের মাঠ।

ইত্তেফাক/এসি