শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রংপুরে শিক্ষিত যুবকদের মাঝে ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ প্রদান

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৪

মুজিববর্ষ উপলক্ষে কর্মসংস্থান ব্যাংক প্রায় দুই লাখ যুবককে 'বঙ্গবন্ধু যুব ঋণ' দেওয়ার যে উদ্যোগ নিয়েছে দেশের অর্থনৈতিক ও কর্মসংস্থানে তা বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার দুপুরে কর্মসংস্থান ব্যাংক রংপুরের পীরগঞ্জে শতাধিক প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মধ্যে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়ে 'বঙ্গবন্ধু যুব ঋণ'র চেক বিতরণ করে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আরও পড়ুন: পাবনা-৪ আসন উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস বিজয়ী

চেক বিতরণ অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আসাদুল ইসলাম ও কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কানিজ ফাতেমা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানা, যুগ্ম-সচিব ও পরিচালক কর্মসংস্থান ব্যাংকের কামরুন নাহার সিদ্দীকা ও কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান। 

ইত্তেফাক/এএএম