বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজৈরে দুই যুবকে কুপিয়ে দেড় লক্ষাধিক টাকা ছিনতাই

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৩

মাদারীপুরের টেকেরহাটে দুই যুবককে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে নগদ এক লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাছচর গ্রামে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই দুই যুবক মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের এজেন্ট বলে জানা গেছে। স্থানীয়রা আহত অবস্থায় রাতেই দুইজনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আহত যুবকরা হলেন- ওই গ্রামের মোতালেব খালাসীর ছেলে কবির খালাসী (৩০) ও এলেম ঢালীর ছেলে ইলিয়াস ঢালী (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা জানায়, রাতে দোকান বন্ধ করে ইলিয়াস ও কবির মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এসময় বাড়ির কাছাকাছি আসলে আগে থেকে ওত পেতে থাকা ৮/১০ জন দুর্বৃত্ত বেড়া জাল দিয়ে মোটরসাইকেলটি আটকে ধরে। পরে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে দুইজনকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। 

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ সাদি মুঠোফোনে জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান চলছে। 

ইত্তেফাক/এসি