শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বগুড়ায় হাসপাতাল থেকে নবজাতক চুরির সময় হাতেনাতে নারী আটক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৮

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে নবজাতক চুরির সময় এক নারীকে আটক করেছে পুলিশ। আটক নারী বগুড়া শহরের কলোনির চক ফরিদ এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী ফাতেমা তুজ জোহরা শাওন (২৮)। রবিবার দুপুর ২টার দিকে তাকে নবজাতকসহ আটক করে পুলিশ। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, শনিবার রাতে শজিমেক হাসপাতালে ওই নবজাতক জন্মগ্রহণ করে। নবজাতকের মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে আইসিইউয়ের ওয়েটিং রুমে ওই নবজাতককে রেখে আত্মীয়রা আইসিইউতে ওই নারীকে দেখতে যান। ওয়েটিং রুমে থাকা এক ব্যক্তিকে নবজাতককে একটু দেখতে বলেন। কিছু পরে ওই নবজাতকের পাশে কাউকে দেখতে না পেয়ে সুযোগ পেয়ে আটক ফাতেমা নবজাতককে কোলে তুলে নেয়। তখন সেখানে এক ব্যক্তি এসে ফাতেমাকে জিজ্ঞেস করেন বাচ্চাটি তার কে হয়।  তখন ফাতেমা কোন জবাব দিতে না পারলে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে নবজাতকসহ ওই নারীকে আটক করে। 

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নবজাতককে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।   

ইত্তেফাক/এসি