শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কমে যাচ্ছে কাশবন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৮

ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ঋতু পরিবর্তনের সঙ্গে প্রকৃতিতে রূপের পরিবর্তন হয়। এখন শরত্কাল। আর শরত্ মানেই নদী, খাল-বিলের ধারে দিগন্তজুড়ে বিসৃত কাশবনের দৃশ্য।

তবে দিন দিন কাশবনের পরিমাণ হ্রাস পাচ্ছে। এমনিতেই কাশবন নদীর পাড় ও খাল-বিলের ধারের পতিত জমিতে গড়ে উঠতো। এখন পতিত জমি খুবই কমে গেছে। নদী-খালের কিনারায় পর্যন্ত মানুষ চাষ করে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইদহের উপপরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস বলেন, এখন পথ চলতে খুবই কম কাশবন নজরে পড়ে। শরতের কাশবনের শোভা বিলীন হতে চলেছে। তবে বড় বড় নদীর পাড়ে কিছু কাশবন দেখা যায়।

ইত্তেফাক/এসআই