শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিশু ধর্ষণের মিথ্যা মামলা করায় বাদীর ৫ বছর কারাদণ্ড

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৬

জয়পুরহাটে শিশুকে ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করায় মোরশেদুল সরকার নামে মামলার বাদীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার বিকালে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ রুস্তম আলীর আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মোরশেদুল সরকার জয়পুরহাটের কালাই উপজেলার ভূগোইল গ্রামের খয়রাত জামানের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৪ এপ্রিল বাক-প্রতিবন্ধি এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে ওই শিশুর পিতা মোরশেদুল বাদী হয়ে একই গ্রামের মেহেদী হাসানের (৩৪) বিরুদ্ধে কালাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এক মাস পর ৩১ মে পুলিশ আদালতে এ মামলার অভিযোগ পত্র দাখিল করে।

আদালতে আইনজীবীদের পাল্টাপাল্টি যুক্তিতর্ক এবং বাদী ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়, মামলার আসামি মেহেদী হাসানের সাথে বাদী মোরশেদুলের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল বলে মেহেদী হাসানকে ফাঁসাতে এমন মিথ্যা মামলা করা হয়েছে।  ধর্ষণের এমন মিথ্যা মামলা করায় মোরশেদুলকে ৫ বছরের কারাদণ্ড ও একই সাথে এ মামলা থেকে মেহেদী হাসানকে অব্যাহতির আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক।

এ মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট হেনা কবীর ও সরকার পক্ষে ছিলেন স্পেশাল পিপি এ্যাডভোকেট ফিরোজা চৌধূরী।

ইত্তেফাক/এমআরএম