শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভোলায় স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:০০

ভোলায় স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে মো. বিল্লাল হোসেন নামে একজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করা হয়। 

ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর গ্রামে স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা ও কেরোসিন ঢেলে আগুন দিয়ে শিশু সন্তান মোহনাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ভোলা জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক। এ ছাড়া হত্যার আগে বিষ মেশানো ওষুধ খাইয়ে হত্যাচেষ্টা করার ঘটনায় ১০ বছর কারাদণ্ড প্রদান করা হয়। 

২০১৭ সালের ২ জুন রাতে জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। রায় ঘোষণার সময় ঘাতক স্বামী উপস্থিত ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ আশরাফ হোসেন লাভু জানান, এটি একটি দৃষ্টান্তমূলক রায়। রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন: জবির ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষকদের অন্তঃকোন্দলে ব্যহত ক্লাস

মামলার বিবরণে জানানো হয়, বিল্লাল হোসেন ঢাকায় গাড়ি চালাত। ওই সময় তার সঙ্গে এক নারীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। স্ত্রী শাহনাজের কাছে বিষয়টি ধড়া পড়ে। এ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। বিল্লাল হোসেন তার জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে।

ইত্তেফাক/এএএম