শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রংপুরে ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় জনতার হাতে পুলিশ কর্মকর্তা আটক

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৮

রংপুর মহানগরীর চেকপোস্ট এলাকায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে পুলিশের এক এএসআই এলাকাবাসীর হাতে আটক হয়েছে। এ সময় এলাকাবাসী ওই এএসআইকে অবরুদ্ধ করে রাখলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ফিরোজ খান রাজু নামে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা অফিসের পাশের চায়ের দোকানে চা খেতে যান। এ সময় সিগারেটের প্যাকেটে ইয়াবা দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করে এবং হ্যান্ডকাফ পরিয়ে টেনে-হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ও ওই ব্যক্তির সহকর্মীরা বাধা দেয়। পরে এএসআই সায়েমকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ওই এএসআইকে উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন: এমসি কলেজের নিরাপত্তা যথেষ্ট নয়: তদন্ত কমিটি 

রংপুর মেট্রোপলিটন পুলিশ উপ পুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওসার বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত শেষে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

ইত্তেফাক/এএএম