বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রংপুর চিনিকলের ইক্ষু খামারে আবারও আগুন; পুড়ে গেছে ৮০ বিঘা জমির আখ

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৯:৫০

রংপুর চিনিকলের আওতাধীন গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ইক্ষু খামারে শনিবার আবারও (পঞ্চম দফা) আগুনে প্রায় ৮০ বিঘা জমির আখ পুড়ে গেছে। এ ঘটনায় পুলিশ ফরিদুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিককে আটক করেছে।

আটক ফরিদুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, চিনিকল কর্তৃক আখ কর্তনের কাজে নিয়োগ দেওয়া ঠিকাদারের আখ কাটার কাজে নিয়োজিত ছিল শ্রমিক ফরিদুল ইসলাম।

রংপুর চিনিকল ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ‘গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলের সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ইক্ষু খামারে চলতি ২০১৮-২০১৯ মৌসুমে এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪শ বিঘা জমির আখ পুড়ে গেছে।’

রংপুর চিনিকলের আওতাধীন গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ইক্ষু খামারে আগুনের ঘটনায় আটক ব্যক্তি। ছবিঃ ইত্তেফাক।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন আকন্দ জানান, ‘ধারণা করা হচ্ছে একটি মহল চিনিকলকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য বারবার এই অগ্নিকাণ্ড ঘটাচ্ছে।’

গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, ‘শনিবার দুপুরে আখের জমিতে আগুন লাগার খবরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছুলে ফরিদুল ইসলাম নামে এক শ্রমিক ওই এলাকা থেকে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ও চিনিকলের আনসার সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে।’

আরও পড়ুনঃ রাবিতে ছাত্রীকে আটকে রেখে চাঁদা দাবি

তিনি আরও জানান, ‘জিজ্ঞাসাবাদে পুলিশকে ফরিদুল জানায়, চিনিকলে তাড়াতাড়ি আখ সরবরাহের সুবিধার্থে আখ ক্ষেতে আগুন দেওয়া হয়েছে। আটক শ্রমিক আরও স্বীকার করে, জমিতে আখের পাতা এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে যে, ক্ষেতে প্রবেশ করে আখ কর্তন করা তাদের জন্য বেশ কঠিন হয়ে যায়। তাই ক্ষেতে ঢোকার সুবিধার্থে আখের পাতায় আগুন লাগিয়ে যাওয়া-আসার রাস্তা পরিস্কার করা হয়। তবে পুলিশ ঘটনার মূল রহস্য উদ্ধারে তদন্ত অব্যাহত রেখেছে।’

ইত্তেফাক/নূহু