বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সুবর্ণচরে গণধর্ষণ: আদালতে আরো এক আসামির স্বীকারোক্তি

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২১:১৫

সুবর্ণচর  উপজেলার নারীকে গণধর্ষণের ঘটনার আরো এক আসামি জামাল ওরফে হেনজু মাঝি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। শনিবার বিকেলে জেলার ২ নং আমলী আদালতের  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শোয়েব উদ্দিন খান তার জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

এনিয়ে এই মামলায় গ্রেপ্তারকৃত ১১ জনের মধ্যে ৭ জন  আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আরো পড়ুন: আমাকে স্পর্শ করা বা জড়িয়ে ধরার অধিকার কারও নেই: জারিন

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, এই ঘটনায় জড়িত হেঞ্জু মাঝিকে শুক্রবার গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশি জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। শনিবার আদালতে তাকে হাজির করা করা হলে সে একই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 

ইত্তেফাক/বিএএফ