শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিমানে যান্ত্রিকত্রুটি, ফ্লাইট বাতিল

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২১:১২

রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরে উড্ডয়নের সময় বাংলাদেশ বিমানে যান্ত্রিকত্রুটির ফলে শনিবার (১২ জানুয়ারি) ওই বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানায়, বেলা ২টা ৩০ মিনিটের দিকে বাংলাদেশ বিমান (বাংলাদেশ- ৪৯২) ঢাকা থেকে যাত্রী নিয়ে রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। রাজশাহী থেকে প্রায় ৭৪ জন যাত্রী নিয়ে বিকেল ৩ টার দিকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। দুইবার চেষ্টা করেও বিমানটি উড্ডয়ন করতে না পারলে ফ্লাইটটি বাতিল করা হয়। ঢাকা থেকে প্রকৌশলীরা এসে বিমানের ত্রুটি সারানোর কথা রয়েছে।

আরও পড়ুনঃ 'ইয়াবা' কক্সবাজারের জন্য অভিশাপ: বদি

এ বিষয়ে রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরের ম্যানেজার বলেন, যান্ত্রিক গোলযোগের কারণে বাংলাদেশ বিমানের ঢাকামুখী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি