শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নোবিপ্রবিতে জাতির পিতার ছবি অবমাননায় এক ছাত্র সাময়িক বহিষ্কার

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৫:২০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রধান ফটক সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল অবমাননায় বিশ্ববিদ্যালয়টির এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের তথ্য জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ইফতেখার হোসানই স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযুক্ত ছাত্রের নাম ফয়েজ আহমেদ। তিনি নোবিপ্রবি’র আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে অন্য ব্যক্তির ছবি প্রদর্শন করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য লিখে জাতির পিতার ছবির অবমাননা করা এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করায় শৃংখলা বোর্ডের জরুরি সভার সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সসঙ্গে তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এবং ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৫ দিনের মধ্যে নোবিপ্রবি রেজিস্টার বরাবর জানাতে বলা হয়েছে।  

ইত্তেফাক/এসি