শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকা ঘরের বরাদ্দ পেলেন ফুলবাড়ীর সেই রুবিনা

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৯:১৬

দিনাজপুরের ফুলবাড়ীর মানসিক প্রতিবন্ধি রুবিনা বেগম পাকা ঘর বরাদ্দ পেয়েছেন। তার অসহায়ত্বের কথা গত ২৯ সেপ্টেম্বর পত্রপত্রিকায় প্রকাশিত হলে সেটি নজের আসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত স্বামী পরিত্যক্তা রুবিনাকে পাকা ঘর নির্মাণের নির্দেশ দেওয়া হয়। সরকারের আশ্রয়ণ প্রকল্পে ‘আবাসিক ভবন নির্মাণ’ খাতের আওতায় রুবিনা বেগম ও ছোট ভাই আশরাফুল আলমকে একটি সেমি পাকা ঘর নির্মাণে অর্থ ও বরাদ্দ দেওয়া হয়েছে।

রুবিনা বেগম (৩৬) ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের মধ্যমপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের মেয়ে।

ফুলবাড়ী উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, আমরা রুবিনার ঘর বরাদ্দের চিঠি পেয়েছি, দ্রুততম সময়ের মধ্যে তার ঘর নির্মাণ করে দেওয়া হবে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন বলেন, রুবিনার ঘরের জন্য এক লাখ ৭১ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তাকে নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। আগামী শনিবার (১৬ অক্টোবর) রুবিনার ঘরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহামুদুল আলম। 

ইত্তেফাক/এসি