বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জামালপুরে সরকারি কলেজের কর্মচারীদের ৫দফা দাবিতে মানববন্ধন

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১১:২১

জামালপুরে সরকারি কলেজগুলোতে কর্মরত বেসরকারি কর্মচারীরা পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজ গেটে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য, রাখেন জাহেদা সফির মহিলা কলেজ কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাসুদ মিয়া, সাংগঠনিক সম্পাদক রওশন আলী, সদস্য লাইলী বেগম, সদস্য আফরোজা বেগম, সদস্য অপু সাংমা প্রমুখ।  

তারা বলেন, দৈনিক মজুরি ভিত্তিতে সরকারি জাহেদা সফি মহিলা কলেজ কর্তৃপক্ষ তাদের নিয়োগ দিয়েছেন। তারা অনেকেই ২০-২৫ বছর ধরে নামমাত্র মজুরি নিয়ে কাজ করে আসছেন। তাদের নির্দিষ্ট বেতন স্কেল না থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন। সরকারি কর্মচারী হিসেবে বেতন স্কেলের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


ইত্তেফাক/আরকেজি