বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আগৈলঝাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১৩:৫৮

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে শনিবার সকালে একযোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সকাল দশটায় গৈলা মডেল ইউনিয়নের ৪নং বিট পুলিশিং কার্যালয়ের হল রুমে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. গোলাম সরোয়ার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু।

অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তপন বসু, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাসগুপ্ত, নারী নেত্রী ফাহমিদা ইলিয়াস, সংরক্ষিত ইউপি সদস্য পবিত্র রানী রায়, ইউপি সদস্য মো. সহিদুল ইসলামসহ প্রমুখ।

বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন পাশ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন আইনের মিথ্যা মামলা ও আইনের অপব্যবহার রোধে অনুমোদনকৃত আইনে বাদীর বিরুদ্ধে আইনের কার্যকর প্রয়োগেরও দাবি জানান তারা। তা না হলে মিথ্যা মামলায় অসংখ্য পুরুষ হয়রানী ও নির্যাতনের শিকার হবে।

একই দিন সারাদেশে ৬৯১২বিট পুলিশিং এর উদ্যোগে একযোগে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী অনুরুপ সমাবেশ অনুষ্ঠিত হবার কথা জানিয়েছেন অনুষ্ঠানের সভাপতি অতিরিক্তি পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার।
সভায় স্থানীয় ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা,  শিক্ষক,সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। 

অন্যদিকে শনিবার একই সময়ে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী হল রুমে ২নং বিট পুলিশিং সমাবেশে বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে, ১নং বিট পুলিশিং কার্যালয়ে রাজিহার ইউনিয়ন চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে, ৫নং বিট পুলিশিং কার্যালয়ে রত্নপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারের সভাপতিত্বে, বাগধা ৩নং বিট পুলিশিং এর আয়োজনে বাগদা ইউনিয়ন পরিষদ হল রুমে কমিউিনিটি পুলিশ সদস্য আবুল বাশার হাওলাদারের সভাপতিত্বে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইত্তেফাক/এমআরএম