শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভেদরগঞ্জে ইলিশ ধরার দায়ে ৩৮ জেলের জেল জরিমানা

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১০:১৪

ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদী থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে উপজেলা মৎস্য বিভাগ ও সখিপুর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩৮ জেলেকে আটক করে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পদ্মা কাঁচিকাটা নদী থেকে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালত। 

আটককৃতদের মধ্যে ২৮ জনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০(৫) ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ১০ জন নাবালক হওয়ায় তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতি জনকে ৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা দিয়ে পরিবারের কাছে ছেড়ে দেয়া হয়। এময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ ও উপজেলা মৎস কর্মকতর্কা মোঃ নজরুল ইসলাম।

এ অভিযানে প্রায় ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জালগুলো নদী তীরে পুড়িয়ে ফেলা হয় ও জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।


ইত্তেফাক/আরকেজি