শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লালন শাহের তিরোধান দিবসে ঝিনাইদহে স্মরণ সভা

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১২:৪১

বাউল সম্রাট ফকির লালন শাহ’র ১৩০ তম তিরোধান দিবস উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহ লালন পরিষদ ও ঝিনেদা থিয়েটার নামের ২ টি সাংস্কৃতিক সংগঠন।

অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত আলোচনা সভায় লালনের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করা হয়। এসময় বক্তব্য রাখেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ,  অশোক ধর, ঝিনেদা থিয়েটারের সভাপতি একরামুল হক লিকু, ভোর হলো ঝিনাইদহ’র সভাপতি পারভেজ ইমাম আজাদ, লালন পরিষদের সাধারণ সম্পাদক মুকুল সাঁই, ঝিনেদা থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদসহ অন্যান্যরা। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা লালনের গান পরিবেশন করেন।

ইত্তেফাক/এমআরএম