বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আরডিএ বগুড়ার দুইদিন ব্যাপী বার্ষিক পরিকল্পনা সম্মেলন সমাপ্ত

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৬:৪৪

পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়া’র দুই দিন ব্যাপী ৩০তম বার্ষিক কর্ম-পরিকল্পনা সম্মেলন রবিবার শেষ হয়েছে। প্রতিষ্ঠানটির সার্বিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিগত অর্থ বছরের সম্পাদিত প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়গিক গবেষণা কার্যক্রমের পর্যালোচনাসহ আগামী অর্থবছরের কর্ম-পরিকল্পনা প্রণয়ণের লক্ষে প্রতিবছর বার্ষিক পরিকল্পনা সম্মেলনের আয়োজন করা হয়।

গত শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় প্রতিষ্ঠানটির আইট সেন্টারে দুই দিন ব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান।

পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া’র (আরডিএ) মহাপরিচালক খলিল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া এন্ড দ্যা প্যাসিফিকের (সিরডাপ) মহাপরিচালক ড. চারডাক ভিরাপাত। বিশেষ অতিথি ছিলেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মেজর নাজমুল আহসান কলিমুল্লাহ, বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক ও প্রতিষ্ঠানটির যুগ্ম -পরিচালক মো. মিজানুর রহমান। 

সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালকবৃন্দ, অনুষদ সদস্যবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, গবেষক, বিশেষজ্ঞগণ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন । 

ইত্তেফাক/এসি