শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৮:৩০

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) নতুন জোনের ‘প্যাক্সার বিডি লিমিটেড’ ইউনিট-২ কারখানায় এ অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে। আগুন লাগার প্রায় সাড়ে ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

রবিবার (১৮ অক্টোবর) ভোর রাতে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম। তবে এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

আরো পড়ুনঃ খিলক্ষেতে কুড়িয়ে পাওয়া সেই নবজাতকের ঠাঁই হলো সমাজসেবা অধিদফতরে

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে ৫তলা ভবনের ওই কারখানার ২য় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন নিচ তলায় ছড়িয়ে পড়ে।  খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে সাভার ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আরও একটি স্পেশাল ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৪টার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত করে পরে জানা যাবে। 


ইত্তেফাক/এমএএম