শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাউখালীতে শারদীয় দুর্গোৎসবে পূজা মণ্ডপে দুস্থ কল্যাণ সংস্থার অনুদান প্রদান

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৯:৩০

পিরোজপুরের কাউখালীতে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা দুস্থ কল্যাণ সংস্থার (ডিকেএস) উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪০টি পূজা মণ্ডপে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও এ অনুদান বিতরণ করা হলো।

রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জেপি’র  সাধারণ সম্পাদক শাহ আলম নসুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কাউখালী থানা অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কু-ুু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, উপজেলা জেপি’র সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, কাউখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দার, সাধারণ সম্পাদক সুব্রত রায়, জেপি নেতা যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান নান্নু, যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, মহিলা পার্টির সভাপতি আফরোজা সনু, সাধারন সম্পাদক সীমা আক্তার ছাড়াও সকল মন্দির কমিটির প্রতিনিধিবৃন্দ।  

কাউখালী উপজেলার ২৫টি দুর্গা পূজা মণ্ডপ, ১৫টি জগদ্ধাত্রী পূজা মণ্ডপসহ মোট ৪০টি পূজা মণ্ডপে অনুদানের টাকা বিতরণ করা হয়।

ইত্তেফাক/এসি