বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাউফলে মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদণ্ড

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৭:২৫

পটুয়াখালীর বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করার অপরাধে আটক ৮ জেলেকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. আনিচুর রহমান বালী। 

মাঙ্গলবার (২০ অক্টোবর) ভোর রাতে তেঁতুলিয়া নদীর চরমিয়াজান পয়েন্ট এলাকা থেকে ওই জেলেদেরকে আটক করা হয়। এ সময়ে ২ হাজার মিটার জাল জব্দ করা হয়।

আরও পড়ুন: নিক্সন চৌধুরীর ফোনালাপ ফাঁস সংবিধান লঙ্ঘন: শাহদীন মালিক

সংশ্লিষ্ট মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করার সময় পার্শ্ববর্তী বোরহান উদ্দিন উপজেলার গঙ্গাপুর এলাকার শাকিল দেওয়ান (১৯), বাবলু সরদার (২০), রফিক দেওয়ান (২০) এবং বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান এলাকার সোহাগ হাওলাদার (২০), রাব্বি মৃধা (২০), জহিরুল ব্যাপারী (১৯),জালাল সরদার (৩০) ও গোলাম মওলা (৪০) নামে আট জেলেকে আটক করে কারাদণ্ড দেওয়া হয় এবং তাদের কাছ থেকে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।

ইত্তেফাক/এএএম