শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সেই নবজাতকের ঠিকানা হলো বেবিহোমে

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৮:২৬

‘অবশেষে অবুঝ শিশুটির ঠিকানা হলো বেবিহোম, সৃষ্টিকর্তা তার পা দু’টিকে ত্রুটিপূর্ণ করে পাঠিয়েছেন বলেই বঞ্চিত হলো মাতৃস্নেহ ও পিতৃস্নেহ থেকে। হায়রে পৃথিবী!’

বাঁকা পা নিয়ে জন্ম নেয়ার অপরাধে রাতের আঁধারে মসজিদের সামনে নিষ্ঠুর বাবা-মায়ের ফেলে যাওয়া নবজাতককে বেবিহোমে পাঠিয়ে সামাজিক মাধ্যমে এমন স্ট্যাটাস দিয়েছেন ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা। শুধু তাই নয় উদ্ধারের পর শিশুটির সুস্থতার কথা চিন্তা করে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সেও রেখেছেন।

বেবিহোমে পাঠানোর উদ্দেশে যথাযথ কর্তৃপক্ষের কাছে ১৫-২০ দিন বয়সের এই অবুঝ শিশুটিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের সময় অশ্রুসিক্ত হয়ে উঠে ওসি দীপক চন্দ্র সাহার চোখ।

ওদিকে পুলিশের কাছে হস্তান্তরের আগে মঙ্গলবার দিবাগত রাতে কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. রবিউল করিম স্থানীয়দের নিয়ে শিশুটিকে উদ্ধার করেন কালামপুর বাজার জামে মসজিদের সামনে থেকে। বাবামায়ের নির্মমতার শিকার পরিত্যক্ত এই শিশুটিকে কেউ লালন পালনের দায়িত্ব না নিলে তিনিই নিজেই তাকে লালন পালনের সিদ্ধান্ত নেন।

ইত্তেফাক/এমআরএম