শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নান্দাইলে যুবলীগ নেতার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ০০:০৭

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের যুবলীগ সভাপতি আশরাফুল ইসলাম ঝন্টুকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী নির্যাতন ও মাদক ব্যবসার অভিযোগ উঠেছে

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত পত্রে তাকে বহিষ্কার করা হয়। এছাড়াও ওই যুবলীগ নেতার  বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

এদিকে বুধবার দুপুরে নান্দাইল-হোসেনপুর সড়কে উদং মধুপুর উচ্চ বিদ্যালয়ের মোড় এলাকায় মানববন্ধন করেছে আচারগাঁও ও সিংরইল ইউনিয়নের মানুষ। মানববন্ধনে ঝন্টুকে গ্রেফতার ও বিচার দাবি করা হয়। 

মানববন্ধনে আব্দুর রাজ্জাক মাষ্টার, মোমতাজ উদ্দিন হায়াতপুরী, হাজী সুলতান উদ্দিন, মাও. মেহেদী হাসান, হাফেজ রুহুল আমিন, আশরাফ উদ্দিন নয়ন, আচারগাঁও ইউপি সদস্য এমদাদুল হক বক্তব্য রাখেন। 

উদং মধুপুর বড়বাড়ী গ্রামের আউয়াল, গিয়াস উদ্দিন, শাহজাহান মিয়া, ফজল মিয়া জানান, ঝন্টু ইয়াবা সেবন করে ঘরে ঘরে নারী নির্যাতন করেছে। এত দিন যুবলীগ করার কারণে তার বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি কেউ। 

সেলিনা নামে এক নারী জানান, তাকে ইয়াবা ব্যবসা ও নারী সংগ্রামের জন্য চাপ সৃষ্টি করে। এতে রাজি না হওয়া তাকে শ্লীলতাহানি করেন ওই নেতা।

ঝন্টুর পিতা আবুল কাসেম বলেন, আমার ছেলে যদি অপরাধী হয় তাহলে আমিও তার বিচার চাই। 

ইত্তেফাক/জেডএইচ