শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিবচরের পদ্মার পাড়ে রাতে অবাধে বিক্রি হচ্ছে ইলিশ

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১০:০১

নিষেধাজ্ঞা অমান্য করে মাদারীপুরের শিবচরে পদ্মার পাড়ে আবাধেই বিক্রি হচ্ছে ইলিশ। রাতের আঁধারে মা ইলিশ বেচা-কেনায় ভীড় জমে ক্রেতা-বিক্রেতাদের। জেলেদের খাবার পরিবেশনে নদীর পাড়ে অস্থায়ী হোটেল, চায়ের দোকান সবই রয়েছে সেখানে। খুচরা  ও পাইকাররা ট্রলার থেকে জেলেদের মাছ ক্রয় করে নদী পাড়ে এসে র্নিভয়ে বিক্রি করছেন।

বৃহস্পতিবার রাতে শিবচরে বন্দোরখোলা ইউনিয়নের মোড়ল কান্দী গ্রামের নদীর পাড়ে দেখা যায় এমন চিত্র। যদিও প্রশাসনের পক্ষ থেকে নদীতে অভিযান অব্যাহত রয়েছে।

মাদারীপুরের জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, আমারা কঠোরভাবে এ বছর অভিযান পরিচালনা করছি। অভিযান অব্যাহত রয়েছে। এরপরেও কিছু  জেলে মা ইলিশ ধরছে। নদী পাড়ের স্থলপথগুলোতে অভিযান জোরদার করা হবে।

ইত্তেফাক/এএম