শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিবগঞ্জে সাড়ে ৪ লক্ষাধিক ভারতীয় জালরুপী ও মেশিনসহ আটক ৪

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২২:৩৬

শিবগঞ্জে ভারতীয় জাল রুপী ও মেশিন সহ ৪ যুবককে আটক করেছে জেলার ডিবি পুলিশ। আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ফুটানী বাজার ইউনিয়নের  আলালপুর গ্রামের মো. দুলাল হকের ছেলে জিহাদ রানা (১৯), ছোট জামবাড়িয়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে নবী উল্লাহ (২৪), দুর্গাপুরের শফিকুল ইসলামের ছেলে  আব্দুস সামাদ (২৪) ও ধরমপুর মান্নুর মোড়ের বাবুল হোসেনের ছেলে আল-আমিন ওরফে বাইতুল ইসলাম মিশুক (১৮)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসপি এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার বাটাগ্রাম ও ভোলাহাট উপজেলার বড়গাছি বাজার এলাকায় এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম এর নেতৃত্বে এসআই আজগর, এসআই আরিফসহ ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৪ লাখ ৮০ হাজার ভারতীয় জালরুপি, একটি প্রিন্টার, মেমোরিকার্ডসহ ওই ৪ যুবককে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি বাবুল উদ্দিন সরদার। 

ইত্তেফাক/এসআই