শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সালথায় ইমাম বাড়ি কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ 

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২০:১৮

দীর্ঘ ৩ বছর পর আবারও ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ ইমাম বাড়ি বাজার সংলগ্ন কুমার নদে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ উপলক্ষে প্রায় ৫০ বছর ধরে ইমাম বাড়ি বাজারে মেলা বসতো। তবে অজ্ঞাত কারণে প্রতিবছর মেলা বসলেও গত ৩ বছর ধরে এখানে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়নি। 

বিশিষ্ট ব্যবসায়ী মো. ইমরান তালুকদারের উদ্যোগে মঙ্গলবার বিকেলে আবারও ইমাম বাড়ির এ মেলায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ বছর জয়ঝাপ গ্রামের কালাম মোল্যার নৌকা প্রথম হয়েছেন।

আরও পড়ুন: রংপুরে এএসআইর নেতৃত্বে স্কুলছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

এদিকে সকাল থেকেই ভাওয়াল, মাঝারদিয়া, তালমা, কৈজুরী, আটঘর ও গট্টি এলাকার হাজার হাজার মানুষ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই পাড়ে জড়ো হন। শিশু-কিশোর-নারী-পুরুষসহ সব শ্রেণির-পেশার  মানুষের সরব উপস্থিতিতে নদীর দুই ধার উপচে পড়ে। বিকাল ৪টার দিকে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়। চড়ন্দারের ঘণ্টার টং টং আওয়াজের তালে তাল মিলিয়ে বাইচারা বইঠা টানেন হেলেদুলে। ৬টি সু-সজ্জিত বাইচের নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।

নৌকা বাইচ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, স্থানীয় আওয়ামী লীগ নেতা, মানিক মাতুব্বর, খোরশেদ খান, মোসা তালুকদার ও টিটন মোল্যা প্রমুখ। 

এ সময় অতিথিরা নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

ইত্তেফাক/এএএম