শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চুনারুঘাটে সংরক্ষিত বনাঞ্চলে পাখি শিকারের দায়ে তিনজনকে কারাদণ্ড 

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২০:২৫

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সংরক্ষিত বনাঞ্চল ও চা বাগানে অভ্যন্তরে পাখি শিকারের অপরাধে তিনজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। 

দণ্ডিতরা হলেন-বালিয়াড়ি গ্রামের আনোয়ার আলীর পুত্র মো. আব্দুল কাইয়ুম(৪৬), আ, হান্নানের পুত্র মো. আলামিন (২৬), আব্দুল হেকিমের পুত্র মো. রুকু মিয়া(৪৮)। 

আরও পড়ুন: সালথায় ইমাম বাড়ি কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ 

বনবিভাগ জানায়, চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগান এলাকার ৯ নং সেকশনে বুলবুল, শালিক, ফুলঝুড়িসহ বিভিন্ন প্রজাতির ১২০টি পাখি বেআইনিভাবে শিকার করলে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মিলটন চন্দ্র পাল জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এএএম